গতি কমছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়!

৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৭  
এবার গতি কমছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। ঢাকা দক্ষিণ সিটিতে রাস্তার ওপরের ঝুলন্ত তার কাটার অভিযানে রাজধানীর পান্থপথে অবস্থিত বিডিআইএক্স পপ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই ধীর গতির মুখে পরছেন নগারবাসী। রোববার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে সেন্ট্রাল হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলো রাস্তার ঝুলন্ত ক্যাবল অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমান আদালত। এর ফলে এই ক্যাবলে সংযুক্ত সাত হাজারের মতো গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হয়েছেন বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। সংগঠনটির’র তথ্য মতে, ওই এলাকায় ক্যাবল বিচ্ছিন্ন করায় শুধু ওই বিডিএক্স পপ থাকায় এর প্রভাব ইন্টারনেট ব্যবহারকারী পুরো নগরবাসীর ওপরই পড়বে। কেননা এই নিক্সের মাধ্যমেই অভ্যন্তরীণ ডাটাগুলো শেয়ার হয়ে থাকে।